রমজান মাসে তীব্র গরমে ও অতিরিক্ত যানজটে অতিষ্ঠ ঢাকাবাসী। কর্মস্থলে উদ্দেশ্যে নির্ধারিত সময়ের আগে বের হয়েও, কর্মস্থলে পৌঁছানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রতিদিনের এ ভোগান্তি থেকে মুক্তি চায় নগরবাসী।
যানজটের যে হাল এতে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌছানো সম্ভব হয় না, কিছু সময় আগে বের হলেও সঠিক সময় পৌছানো সম্ভব হয় না।
পথযাত্রী বলেন, দোতলা বাসে উঠেছিলাম যানযটে অনেক সময় অপেক্ষা করেছি এরপরও বনানীতে চরম জ্যাম দেখে নেমে গিয়েছি। বাধ্য হয়ে এখন হেটে চলেছি।
যানজটের বিষয়ে অপর এক মোটরসাইকেল চালক বলেন, শহরের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত যেতে যদি চার ঘণ্টা সাড়ে সাড়ে চার ঘণ্টা লেগে যায়, তাহলে কাজকর্ম করব কখন? আবার রোজায় আমি এসব করে বাসায় ফিরব কখন আবার ইফতারি করব কখন?
জ্যাম দেখিয়ে তিনি বলেন, এমন অবস্থা থাকলে সময় মত কি বাসায় ফেরা যাবে?
বৈশাখের খরতাপ, তার ওপর রমজান। সব মিলিয়ে এমন যানজটে যেন আর মানিয়ে উঠতে পারছেন না নগরবসী।
এক সিএনজি অটোরিকশা চালক বলেন, যানজটেই তো সব সময় চলে যায়। ইনকাম হয় না।
অপর এক পিকআপ চালক বলেন, এই যে আমি একটি জরুরি কাজে যাচ্ছি, হাসপাতালের অক্সিজেন আনতে যাচ্ছি। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে আছি।
সমস্যা সমাধানে নগর কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ চান ঢাকাবাসী।