ডুবেছে মস্কভা, এখনও নিখোঁজ ২৭ ক্রু: রুশ
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 23-04-2022
ফাইল ছবি : সংগৃহীত

ফ্ল্যাগশিপ মস্কভা ডুবে যাওয়ার ১০ দিন পর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গোলাবারুদ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ার পর একজন সার্ভিসম্যানের মৃত্যু হয়। এখনও জাহাহের ২৭ জন ক্রু সদস্য নিখোঁজ রয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাশিয়ান গণমাধ্যম আরটি জানায়, কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেও সফল হয়নি। ৩৯৬ জন ক্রু সদস্যকে মস্কভা থেকে ওই এলাকার ব্ল্যাক সি ফ্লিটের জাহাজে সরিয়ে সেভাস্তোপলে নিয়ে যাওয়া হয়েছে।


রুশ সামরিক বাহিনী এর আগে ঘোষণা করেছিল, সাগরে খারাপ পরিস্থিতির মধ্যে বন্দরে নিয়ে যাওয়ার সময়। গত ১৩ এপ্রিল মস্কভা ডুবে যায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন বলেছে, যুদ্ধজাহাজের একটি গোলাবারুদ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজে আগুন লাগার কারণে  বিস্ফোরণটি হয়েছিল।

মস্কভায় আগুন লেগেছে বলে রাশিয়ার সামরিক দাবির আগে, কিয়েভ বলেছিল জাহাজটি ইউক্রেনের ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করেছে।

ওডেসা অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ম্যাক্সিম মার্চেনকো দাবি করেছেন, ওডেসা থেকে নিক্ষেপ করা ইউক্রেনীয় নেপচুন ক্ষেপণাস্ত্রের কারণে মস্কভায় গুরুতর ক্ষতি হয়।

মস্কভা রাশিয়ার নৌবাহিনীর গর্ব বলে বিশ্বজুড়ে সুপরিচিত ছিল।

শেয়ার করুন