শ্রীলঙ্কার নতুন মন্ত্রিসভায় অন্তবর্তী প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে ৪ জন মন্ত্রী নিয়োগ দিয়েছেন। তবে তারা সবাই সদ্য পদত্যাগ করা মাহিন্দা রাজাপাকসের মন্ত্রিসভার সদস্য ছিলেন।
এজন্য নিয়োগের সিদ্ধান্তে সন্তুষ্ট নয় বিক্ষোভকারীরা।
নতুন য়োগে ফিরে আসা সাবেক মন্ত্রীরা হলেন: পররাষ্ট্রমন্ত্রী পদে জি এল পেরিস, জনপ্রশাসনে দিনেশ গুনাবর্দানে, নগর উন্নয়ন মন্ত্রী হিসেবে প্রসন্ন রানাতুঙ্গা ও জ্বালানি মন্ত্রীর পদে কাঞ্চন বিজয়সেকারা।
শ্রীলঙ্কার পার্লামন্টে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে তার ইউনাইটেড ন্যাশনাল পার্টির একমাত্র আইনপ্রণেতা। তাই মন্ত্রিসভা গঠনে অন্য দলগুলোর সহায়তা নেওয়ার বিকল্প নেই তার।
অন্যদিকে, রান্নার গ্যাসের তীব্র সঙ্কটে শ্রীলঙ্কায় নতুন করে বিক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করছে সেনাবাহিনী।