ইসরায়েলকে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি ইরানের সেনা দিবস প্রদশর্নী অনুষ্ঠানে এ কথা বলেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, আজ (সোমবার) ইরানের সেনা দিবসে সশস্ত্র বাহিনীর দেশীয় সমরাস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শনীতে ইসরায়েলকে এই সতর্কতা দেওয়া হয়।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, ইহুদি শাসনের প্রতি আমাদের বার্তা হলো— এই অঞ্চলে তোমরা কিছু দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও, তোমাদের সামান্য গতিবিধিও আমাদের গোয়েন্দা, নিরাপত্তা এবং সশস্ত্র বাহিনীর জ্ঞানের বাইরে নেই।
প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের বিরুদ্ধে তোমাদের সামান্য চাল আমাদের সেনাবাহিনীর লক্ষ্য হবে তোমাদের শাসনের কেন্দ্রস্থল, তোমাদের অবশ্যই এটা জানা উচিত।
গত মাসে ইরান ইরাকের ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলা করে। তেহরান দাবি করেছিল, যে স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা করা হয় তা ইসরায়েল ব্যবহার করছিল। যদিও স্বশাসিত কুর্দিস্তানের গভর্নর ইসরায়েলের উপস্থিত থাকার বিষয়টি অস্বীকার করেন ।