টেক্সাসে কমলার সঙ্গে মঞ্চে উঠলেন সংগীতশিল্পী বিয়ন্সে
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 26-10-2024
ফাইল ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে গতকাল শুক্রবারও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প প্রচারকাজে ব্যস্ত ছিলেন। দুজনই এদিন নির্বাচনে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য হিসেবে পরিচিত টেক্সাসে প্রচার চালান।

গর্ভপাত প্রায় পুরোপুরি নিষিদ্ধ করে প্রথম আইন প্রণয়ন করা অঙ্গরাজ্য টেক্সাস অনেক আগে থেকেই রিপাবলিকানদের দখলে। ১৯৭৬ সাল থেকে কোনো প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির কোনো প্রার্থীকে সমর্থন দেয়নি টেক্সাস। রিপাবলিকান প্রার্থী ট্রাম্প এবারও যে অঙ্গরাজ্যটির ৪০ ইলেকটোরাল কলেজ ভোট পেতে যাচ্ছেন, তা অনেকটা নিশ্চিত। তবে আগামী ৫ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে টেক্সাসের ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাটরা।

তারকা সংগীতশিল্পী বিয়ন্সের জন্ম হিউস্টনে। গতকাল নিজ জন্মশহরে কমলা হ্যারিসের সঙ্গে মঞ্চে ওঠেন এবং উপস্থিত লোকজনের সঙ্গে কমলার পরিচয় করিয়ে দেন। বিয়ন্সের ‘ফ্রিডম’ গানটি রেকর্ড করার জন্য কমলা মঞ্চে উঠেছিলেন। গানটিকে তাঁর নির্বাচনী প্রচার সংগীত করা হয়েছে। যদিও মঞ্চে গান গাননি কমলা।

কমলা ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার পর থেকে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের প্রতি নারী ভোটারদের সমর্থন কমেছে। যদিও বিভিন্ন জনমত জরিপে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোয় ট্রাম্প-কমলার হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

 

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে কমলা আশঙ্কা প্রকাশ করেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচিত হন, তবে তিনি ও রিপাবলিকানরা মিলে গর্ভপাতের অধিকারের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়াতে পারেন। টেক্সাসে গর্ভপাতবিরোধী আইন পাস হওয়ার পর যেসব নারী ভুক্তভোগী হয়েছেন, তাঁরা ও তাঁদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কমলার প্রচার শিবিরের একটি সূত্র এসব তথ্য জানিয়েছে।

কমলা হ্যারিস বলেছেন, ‘টেক্সাস অঙ্গরাজ্যজুড়ে এবং আমাদের দেশে যা কিছু হচ্ছে, তা স্বাস্থ্য সুরক্ষাজনিত সংকট। আর ডোনাল্ড ট্রাম্প এর স্থপতি।’

আমাদের একটা যুদ্ধ চলছে (ইরানে ইসরায়েলের হামলা), আর তিনি (কমলা) পার্টি করছেন।

ডোনাল্ড ট্রাম্প, মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী

২০২১ সালের সেপ্টেম্বরে টেক্সাসেই প্রথম ওই ধরনের আইন প্রণয়ন করা হয়। আইন অনুযায়ী, গর্ভাবস্থার ছয় সপ্তাহ পার হয়ে গেলে গর্ভপাত নিষিদ্ধ। ওই আইনের আওতায় চাইলে যে কেউই গর্ভপাতের রোগী ও তাঁকে সহায়তাকারীর বিরুদ্ধে মামলা করতে পারবেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্যনীতি গবেষণা ও সংবাদ প্রতিষ্ঠান কেএফএফ সম্প্রতি নারী ভোটারদের ওপর একটি জরিপ চালায়। তাতে দেখা গেছে, ৩০ বছরের কম বয়সী মার্কিন নারী ভোটারদের কাছে গর্ভপাত সবার শীর্ষে থাকা ইস্যু।

 

 

গতকাল ট্রাম্পও টেক্সাসে প্রচার চালিয়েছেন। পথে তিনি জনপ্রিয় পডকাস্ট ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’-এর একটি পর্ব রেকর্ড করার জন্য অস্টিনে থামেন।

টেক্সাস অঙ্গরাজ্যজুড়ে এবং আমাদের দেশে যা কিছু হচ্ছে, তা স্বাস্থ্য সুরক্ষাজনিত সংকট। আর ডোনাল্ড ট্রাম্প এর স্থপতি।

কমলা হ্যারিস, মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী

সঞ্চালক রোগানকে তিন ঘণ্টা সাক্ষাৎকার দেওয়ার পর গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য মিশিগানে এক সমাবেশস্থলে পৌঁছান ট্রাম্প। ইসরায়েলের ইরানে হামলা চালানোর প্রসঙ্গ টেনে গতকাল রাতে তিনি বলেন, ‘আমাদের একটা যুদ্ধ চলছে আর তিনি (কমলা) পার্টি করছেন।’

রোগানের অনুষ্ঠানে কমলার দলও যোগ দিতে চেয়েছিল। তবে সময়সূচির মিল হয়নি। কমলার দলের একজন মুখপাত্র বৃহস্পতিবার এমএসএনবিসিকে এ তথ্য জানিয়েছেন।

 

কমলা ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার পর থেকে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের প্রতি নারী ভোটারদের সমর্থন কমেছে। যদিও বিভিন্ন জনমত জরিপে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে ট্রাম্প-কমলার হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

 

যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্যনীতি গবেষণা ও সংবাদ প্রতিষ্ঠান কেএফএফ সম্প্রতি নারী ভোটারদের ওপর একটি জরিপ চালায়। তাতে দেখা গেছে, ৩০ বছরের কম বয়সী মার্কিন নারী ভোটারদের কাছে গর্ভপাত সবার শীর্ষে থাকা ইস্যু।

আগস্টের শেষ দিকে নারী ভোটারদের মধ্যে রয়টার্স/ইপসোস পরিচালিত এক জরিপে দেখা গেছে, কমলা ট্রাম্পের চেয়ে ১৩ শতাংশ ভোটে এগিয়ে আছেন। কমলা ৪৯ শতাংশ ও ট্রাম্প ৩৬ শতাংশ সমর্থন পেয়েছেন। আগের মাস জুলাইয়ে তাদের পরিচালিত জরিপে ট্রাম্পের চেয়ে ৯ শতাংশ ভোটে এগিয়ে ছিলেন কমলা।

শেয়ার করুন