পহেলা মে থেকে ইউক্রেনের খেরসন অঞ্চলে চালু হবে রুশ মুদ্রা
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 29-04-2022
ফাইল ছবি : সংগৃহীত

ইউক্রেনের খেরসন অঞ্চল দখল করে নেয়ার পর সেখানে নিজ দেশের মুদ্রা রুবল চালু করতে চলেছে রাশিয়া। আগামী পহেলা মে ২০২২ ইং তারিখ থেকে খেরসনে চালু হবে রুবল। অঞ্চলটির এক কর্মকর্তার বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা একথা জানিয়েছে।

অন্যদিকে ইউক্রেনের সহায়তায় রেকর্ড পরিমান ৩ হাজার ৩০০ কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে ২ হাজার কোটি ডলারের বেশি অর্থ সামরিক খাতে। ৮৫০ কোটি ডলার অর্থনৈতিক উন্নয়ন আর ৩০০ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে মানবিক সহায়তা খাতে। সহায়তা ঘোষণা করে জো বাইডেন বলেছেন, রাশিয়াকে আক্রমণ নয় বরং ইউক্রেনকে সহায়তা করা হচ্ছে।

এছাড়া ইউক্রেন সফরে গিয়ে রাজধানী কিইভের চারপাশে যুদ্ধবিধ্বস্ত জায়গাগুলো ঘুরে দেখেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এ সময় তিনি একবিংশ শতাব্দীতে এসে এমন যুদ্ধ ‘অযৌক্তিক এবং অশুভ’ বলে মন্তব্য করেন।

রুশ মুদ্রার পাশাপাশি আপাতত ইউক্রেনীয় মুদ্রাও চলবে। তবে ৪ মাসের মধ্যে খেরসনে পুরোপুরি রুশ মুদ্রার প্রচলন করা হবে বলে জানানো হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এটিই রাশিয়ার রুবল চালুর প্রথম পদক্ষেপ।
 

শেয়ার করুন