সব দেশে পেলের নামে স্টেডিয়াম করার অনুরোধ ফিফা সভাপতির
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 04-01-2023
ফাইল ছবি : সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবল লিজেন্ড পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বের সব দেশে একটি করে তার নামে স্টেডিয়াম বানানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো।

 

পেলের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে সান্তোসে গিয়ে গিয়ান্নি এই আহ্বান জানান। ক্যান্সারের সাথে লড়াই করে গত বৃহস্পতিবার ৮২ বছর বয়সে মৃত্যু হয় পেলের।

 

ভিলা বেলমিরোতে পেলের শেষকৃত্য অনুষ্ঠানে ইনফান্তিনো গণমাধ্যমে বলেন, ‘আমরা এই মুহূর্তে বিশ্বের সব দেশকে আহ্বান জানাতে পারি পেলের নামে একটি করে স্টেডিয়াম করার। আমরা সবাই দারুণভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছি। পেলে চিরন্তন। সে বিশ্ব ফুটবলের একজন আইকন। শিশুরা যেন পেলের গুরুত্ব বুঝতে পারে সেটি ভেবে এমন প্রস্তাব দেয়া হবে।’

 

শুক্রবার পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুরিখে সদর দফতরে ফিফার পতাকা অর্ধনমিত রাখা হয়।

শেয়ার করুন