সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে হজযাত্রা শুরুর পর মোট চারজন বাংলাদেশির সৌদি আরব মৃত্যু হল।
গতকাল ১৭ জুন (শুক্রবার) মারা যান বাংলাদেশি হজযাত্রী মোছাঃ রামুজা বেগম (৫৪) ও মোঃ হেলাল উদ্দিন মোল্লা (৬৩)। রামুজা বেগমের বাড়ি কুমিল্লা আদর্শ সদরের ধনপুরে এবং হেলাল উদ্দিন মোল্লার বাড়ি জয়পুরহাট সদরে।
গতকাল ১৭ জুন (শুক্রবার) দিবাগত রাতে প্রকাশিত হজ বুলেটিনে চারজনের মৃত্যুর কথা জানানো হয়েছে। এর আগে ১১ জুন ও ১৬ জুন আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়।
গত ১১ জুন সৌদি আরবে মারা যান চাঁপাইনবাবগঞ্জের হজযাত্রী জাহাঙ্গীর কবির এবং ১৬ জুন মারা যান নোয়াখালী জেলার নুরুল আমিন (৬৪)।