সৌদি আরবে ৯ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আজ ২৯ জুন (বুধবার) সৌদিতে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ৮ জুলাই মোতাবেক ৯ জিলহজ ১৪৪৩ হিজরি শুক্রবার পবিত্র হজের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে ৯ জুলাই শনিবার।
এজন্য আগামী ৯ জুলাই সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগে, পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, জাপান ও ব্রুনাই। চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে আগামী ১০ জুলাই কোরবানির ঈদ উদযাপন করা হবে।
এদিকে, বাংলাদেশে কবে ঈদুল আজহা উদযাপিত হবে তা জানা যাবে আগামীকাল ৩০ জুন (বৃহস্পতিবার)। জিলহজ মাসের চাঁদ দেখতে আগামীকাল ৩০ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
আজ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে।