পাহাড়ি শহর খাগড়াছড়ির সমতল ও নিচু এলাকাগুলো এখন পানির নিচে। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ভেসে গেছে খেতখামার ও মাছের পুকুর। ডুবে আছে বিস্তীর্ণ এলাকার বসতবাড়ি। জেলা শহরের সঙ্গে বিভিন্ন এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শহরের প্রবীণ বাসিন্দারা বলছেন, গত ২২ বছরের মধ্যে এমন বন্যা দেখেননি তাঁরা।
খাগড়াছড়ির স্থানীয় বাসিন্দা ও প্রবীণ সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্যের মতে, এটি তাঁর দেখা অন্যতম ভয়াবহ বন্যা। তিনি বলেন, ‘খাগড়াছড়িতে সর্বশেষ এমন বন্যা হয়েছিল ২০০২ সালে। এবারের বন্যা সে সময়ের চেয়েও অনেক ব্যাপক ও ভয়াবহ।’
খাগড়াছড়ি আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫২ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। প্রবল বর্ষণে জেলার চেঙ্গী নদীর পানি বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।