ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, কম প্রতিযোগিতা ব্যবসায় শিক্ষায়, বেশি কোন ইউনিটে
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 03-12-2024
ফাইল ছবি : সংগৃহীত

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ শিক্ষার্থী আবেদন করেছেন। এ ইউনিটে প্রতি আসনের জন্য ৪৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেবেন। আগামী ২৫ জানুয়ারি এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০ আসনে ভর্তি হতে ৪০ হাজার ৯৭৩ শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা হবে ৩৯ ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীর মধ্য। ৮ ফেব্রুয়ারি এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১ হাজার ৮৯৬টি আসনের বিপরীতে ১ লাখ ৪৬ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন বিজ্ঞান ইউনিটে। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৭ জন শিক্ষার্থী। আগামী ১৫ ফেব্রুয়ারি এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ১২০ আসনের জন্য ১০ হাজার ২৭০ জন আবেদন করেছেন। আইবিএর একটি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেবেন প্রায় ৮৬ জন শিক্ষার্থী। ৩ জানুয়ারি এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৪ জানুয়ারি চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হবে। চারুকলার ১৩০ আসনের জন্য ছয় হাজার ৮৩ শিক্ষার্থী অংশ নেবেন। এ ইউনিটে একটি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেবেন প্রায় ৪৭ জন শিক্ষার্থী।

সব ইউনিটের পরীক্ষা (আইবিএ ছাড়া) শুরু হবে বেলা ১১টায়। পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। আইবিএর ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

 

নম্বর ও সময় বণ্টন—

*কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের এমসিকিউ পরীক্ষা হবে ৬০ নম্বরে। পরীক্ষার সময় ৪৫ মিনিট। লিখিত পরীক্ষা ৪০ নম্বরে হবে ৪৫ মিনিটে।

*বিজ্ঞান ইউনিটে এমসিকিউ পরীক্ষা হবে ৬০ নম্বরে। পরীক্ষার নির্ধারিত সময় ৪৫ মিনিট। লিখিত পরীক্ষা ৪০ নম্বরে হবে ৪৫ মিনিটে।

*ব্যবসায় শিক্ষা ইউনিটে এমসিকিউ পরীক্ষা হবে ৬০ নম্বরে। পরীক্ষার নির্ধারিত সময় ৪৫ মিনিট। লিখিত পরীক্ষা ৪০ নম্বরে হবে ৪৫ মিনিটে।

*চারুকলা ইউনিটে (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ৩০ মিনিটের সাধারণ জ্ঞান এমসিকিউ হবে ৪০ নম্বরে। ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে ৩০ মিনিটে।

*আইবিএ ইউনিটের ৭০ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য নির্ধারিত সময় ৯০ মিনিট। লিখিত পরীক্ষা ৩০ নম্বরের। এ পরীক্ষার সময় ৩০ মিনিট।

শেয়ার করুন