সম্প্রতি যুক্তরাষ্ট্র, ইরান, ওমানসহ বিভিন্ন দেশ থেকে অবাঞ্ছিত ফোনকল পাচ্ছেন অনেকেই। অভিযোগ রয়েছে, এ ধরনের ফোনকলের পেছনে একটি সুসংগঠিত প্রতারক চক্র রয়েছে। চাকরি, লটারি বা উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশের মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করছে তারা। ফোনকল গ্রহণ করলেই কৌশলে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট বা সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারে এই প্রতারক চক্র। তাই বিদেশ থেকে আসা ফোনকলের বিষয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
অবশ্য সব আন্তর্জাতিক কল যে প্রতারণামূলক হয়ে থাকে, তা নয়। কখনো কখনো প্রবাসে থাকা বন্ধুবান্ধব কিংবা পরিবারের সদস্যদের বৈধ কলও আসতে পারে। তবে প্রতারকদের ফোনকলের ধরন কিছুটা ভিন্ন হয়ে থাকে। এসব ফোনকলে সাধারণত মিসড কল দিয়ে কৌতূহল বাড়ানো হয়, যাতে ভুক্তভোগী নিজেই কল ব্যাক করেন। আবার কখনো কুরিয়ার বা চাকরিদাতা প্রতিষ্ঠানের পরিচয়ে জরুরি তথ্য জানার অজুহাতে বারবার কল করা হয়। তাই এ ধরনের ফোনকল গ্রহণ বা কল ব্যাক করা থেকে বিরত থাকতে হবে। সন্দেহজনক নম্বর থেকে আসা ফোনকলের পরিচয় জানতে ফোনে ট্রুকলার অ্যাপ ব্যবহার করা যেতে পারে। এর পাশাপাশি নম্বরগুলো ব্লক করতে হবে।
বিদেশি নম্বর থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ফোনকলগুলোয় সাধারণত পাঁচটি আন্তর্জাতিক কোড বেশি দেখা যায়। কোডগুলো হলো +৯২ (পাকিস্তান), +৮৪ (ভিয়েতনাম), +৬২ (ইন্দোনেশিয়া), +১ (যুক্তরাষ্ট্র) ও +৯৮ (ইরান)। তাই এসব কোড থেকে ফোনকল গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। আর যদি একাধিক অজানা আন্তর্জাতিক নম্বর থেকে বারবার ফোনকল আসে ধরে নিতে হবে, আপনার ব্যবহৃত ফোন নম্বর অনলাইনে ফাঁস হয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস