রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীর মাষ্টার পাড়া এলাকায় অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ৪ এপ্রিল মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এই অভিযান পরিচালনা করেন।
এসময় অবৈধভাবে বালু উত্তলনের অপরাধের বালু ব্যাবসায়ি আমানত উল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশে নদী থেকে বালু সর্বরাহ পাইপ কেটে ধংস করা হয়। পরে বালি উত্তলন বন্ধ করে দেয়ার পাশাপাশি সবাই সতর্ক করা হয়।