রাঙামাটির কাপ্তাইয়ে মোটরসাইকেল এবং সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কের জাতীয় উদ্যান এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন।
দূর্ঘটনায় আহতরা হলেন মো. রুবেল (৩৮), নুরুল আমিন (৫০), মো. আরিফ (২৫), মো. রবিউল (২২) এবং আফরোজা বেগম (৩০)।
আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান অটোরিকশাটি লিচুবাগান থেকে যাত্রী নিয়ে কাপ্তাইয়ের দিকে এবং মোটর সাইকেলটি ২জন আরোহী নিয়ে লিচু বাগানের দিকে যাচ্ছিল। কাপ্তাই সড়কের জাতীয় উদ্যান সংলগ্ন হাতির গেটের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়। মোটরসাইকেল এবং অটোরিকশা কাপ্তাই থানা হেফাজতে আছে বলে জানান ওসি মো. জসিম উদ্দিন।