রাজশাহীতে বিএনপি নেতা কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে নানিয়ারচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (২২ মে) বিকেলে রাজশাহী জেলা বিএনপি'র আহ্ববায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কে হত্যার হুমকির ঘটনায় নানিয়ারচরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার।
এসময় অন্যান্যের মাঝে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আনসার আলী, বাবুল কর্মকার, শাহজাহান মৃধা, যুগ্ন সাধারণ সম্পাদক প্রিয়তোষ দত্ত, উপজেলা শ্রমিকলীগ সভাপতি স্বপন দেবনাথ, সাধারণ সম্পাদক রিপন তালুকদার সহ দলীয় ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিই প্রমাণ করে আগামীতে আগুন সন্ত্রাসীর মত আরো বড় কোন দুর্ঘটনা ঘটাতে যাচ্ছে বিএনপি। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী শক্তিকে রুখে দাঁড়াতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওহাব বলেন, বিএনপি দেশে-বিদেশে মিথ্যা অপপ্রচার চালিয়েও দেশের উন্নয়ন যখন থামাতে পারছে না তখন বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। আমরা বিএনপি নেতার এহেন বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আইনের আওতায় এনে তাকে কঠোর শাস্তি প্রদানের ও দাবি জানান তিনি।