রাজস্থলীতে খাদ্য বিভাগের কার্যক্রম এবং ওএমএস কর্মসূচি পরিদর্শনে অতিরিক্ত সচিব
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 20-01-2023
ফাইল ছবি : সংগৃহীত

খাদ্য মন্ত্রণালয়ের   অতিরিক্ত সচিব (প্রশাসন)  মোঃমজিবর রহমানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি টিম মঙ্গলবার  (১৭ জানুয়ারী)  রাঙামাটি রাজস্থলী  উপজেলার  ১নং ঘিলাছড়ি ইউনিয়নের রাজস্থলী বাজারে সজল ষ্টোর  ভিজিডি চাল বিতরণ এবং ২ নং  গাইন্দ্যা  ইউনিয়ন পরিষদের হ্নারামুখ পাড়া মং ষ্টোরে খাদ্য মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত  ন্যায্য মূল্যে খোলা বাজারে চাউল বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন। 

এসময় খাদ্য মন্ত্রানলয়ের  যুগ্মসচিব সাবেক রাঙামাটি জেলার দক্ষ জেলা প্রশাসক  এ কে এম মামুনুর রশিদ ও মোঃ মুহসীন, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা,  উপজেলা নির্বাহী কর্মকর্তা  শান্তনু কুমার দাশ, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা , উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন ,  ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২ নং গাইন্দ্যা ইউপি চেযারম্যান পুচিংমং মারমা,  রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান সহ খাদ্য মন্ত্রনালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।চাউল বিক্রি কালে সচিব বলেন সাঁড়িবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করছে আমি তাদের কে ধন্যবাদ দিচ্ছি। কেন না সুশৃঙ্খল ভাবে চাল নিয়ে যাচ্ছে। চাল বিতরণ কার্যক্রমে সচিব সন্তোষ প্রকাশ করেন। 

 

শেয়ার করুন