রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীযে পবিত্র ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ উৎযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে রাঙামাটি জেলাপ্রশসন। একই সাথে ১৭ এপ্রিল মুজিব নগর সরকার দিবস পালনেও প্রস্তুতি সভা করা হয়। মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পরপর এ তিনটি সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে সভাপতিত্ব করেন রাঙামাটির জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
সভায় বলা হয়, সম্ভাব্য ১০ অথবা ১১ এপ্রিল বাংলাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে। চাঁদ দেখার উপর নির্ভর করবে কোনদিন ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে। সারাদেশের ন্যায় রাঙামাটিতেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্যে দিয়ে আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
পরে বাংলা নববর্ষ পালনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বাঙালি সংস্কৃতির এ অনন্য দিন ঘিরে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে থাকবে, মঙ্গল শোভাযাত্রা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান।
সভাসমূহে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.জাহেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো.ইকবাল বাহার চৌধুরী, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো.দিদারুল আলম, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাখাওয়াৎ হোসেন রুবেল ও আনোয়ার আল হক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল, রাঙামাটি জেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মাতব্বর, রোভার স্কাউট সম্পাদক নুরুল আবছার ও সাবেক জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান মহসিন রানাসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পৌরসভার কাউন্সিলর, রাঙামাটি জেলা শহরের সকল মসজিদের ইমামগণ এ সময় উপস্থিত ছিলেন।