রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে একটি লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছে। আজ সোমবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. মো: জাহিদুর রহমান এর নির্দেশে সহকারী বন সংরক্ষক গঙ্গা প্রসাদ চাকমার তত্ত্বাবধানে কাপ্তাই বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহি উদ্দিন চৌধুরী লজ্জাবতী বানরটিকে কাপ্তাই রেঞ্জের সংরক্ষিত বনের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেন।