কাপ্তাইয়ে ভিজিএফের চাল পেল ৫ হাজার ৫৫০ জন
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 27-04-2022
ফাইল ছবি : সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই উপজেলার ভিজিএফ কর্মসূচীর আওতায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৫ টি ইউনিয়নে ৫ হাজার ৫ শত ৫০ জনকে চাউল প্রদান করা হয়েছে। এই কর্মসূচীর আওতায় জনপ্রতি ১০ কেজি চাউল প্রদান করা হয়।

গতকাল ২৬ এপ্রিল ও আজ ২৭ এপ্রিল (বুধবার) স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ট্যাগ অফিসারদের উপস্থিতিতে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন জানান, পবিত্র ঈদ উল ঈতর উপলক্ষে বিশেষ ভিজিএফ কর্মসূচীর আওতায় ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নে ১৪ শত ৫০ জন, ২ নং রাইখালী ইউনিয়নে ১৪ শত, ৩ নং চিৎমরম ইউনিয়নে ৫ শত ৫০ জন, ৪ নং কাপ্তাই ইউনিয়নে ১ হাজার ৫শত এবং ৫ নং ওয়াগ্গা ইউনিয়নে ৬শত ৫০ জন সহ সর্বমোট ৫ হাজার ৫ শত ৫০ জন অসহায় ও দরিদ্র পরিবারকে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

এদিকে আজ বুধবার সকালে কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন উপজেলার কাপ্তাই ওয়াগ্গা ও রাইখালী ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম তদারক করেন। এইসময় কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশল আবদুল লতিফ, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তঞ্চঙ্গ্যা, রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন