কাপ্তাইয়ে ১ টাকায় হ্যাপিনেস ফর রমাদান উদ্বোধন
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 05-04-2022
ফাইল ছবি : সংগৃহীত

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১ টাকার হ্যাপিনাস ফর রমাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

সামাজিক সংগঠন স্বপ্নচুড়া ফাউন্ডেশনের উদ্যোগে এই সময় প্রতিকী মূল্য ১ টাকায় প্রায় ৬০০ টাকা পরিমানের নিত্য প্রয়োজনীয় পণ্য ৪০ টি দরিদ্র পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বিতরণকৃত পন্য সামগ্রী মধ্যে ছিল আলু, ছোলা, চিড়া, মুড়ি, খেজুর, চাল, তেল, ডাল, পিঁয়াজ, চিনি,  এবং ট্যাংক।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার, স্বপ্নচুড়া ফাউন্ডেশনের সভাপতি সোহেল আরাফাত, সহ-সভাপতি কলি মনি, শাহীন, মীর তৌহীদ, মিনহাজ, আরজু, রিফাত উনুমং সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন