নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যৌক্তিক ও সহনীয় রাখার লক্ষ্যে জেলা ট্রান্স ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন ব্যবসায়িদের নিয়ে জেলা প্রশাসক কার্যলয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আপ্রু মারমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, পৌর পেনেল মেয়র মো.হেলাল উদ্দিন, জেলার বাজার ব্যবসায়ি নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় বলেন , দেশে পর্যাপ্ত পরিমান খাদ্য মজুত রয়েছে। বাজারে দ্রব্য মূল্য বৃদ্ধি পাওয়ার কোনো কারণ নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে না রাখে দ্রব্য দাম বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে প্রশাসনের পক্ষ থেকে। সভা থেকে সামনে রমজান মাসে যাতে কোনো প্রকার দ্রব্যের মূল্য বৃদ্ধি না করেন ব্যবসায়ি প্রতি অনুরোধ জানানো হয়।
সভা শেষে জেলা প্রশাসন থেকে বাজার মনিটরিং করা হয়।