নানা আনুষ্ঠানিকতায় কাপ্তাইয়ে শুভ বড়দিন উদযাপন
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 25-12-2022
ফাইল ছবি : সংগৃহীত

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয়  উৎসব শুভ বড় দিন।  এই  উপলক্ষে রবিবার  (২৫ ডিসেম্বর) সকালে রাঙামাটির  কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ সংঘের আয়োজনে মিশন হাসপাতাল সংলগ্ন  চার্চে   সমবেত প্রার্থনা, খ্রীস্ট সংগীত পরিবেশন এবং কেক কাটা হয়।   চার্চের পালক রেভারেন্ট সখরিয় বৈরাগী সমবেত প্রার্থনা পরিচালনা করেন। এইসময়  কেক কাটা উদ্বোধন করেন হিড বাংলাদেশ অপারেশন ডিরেক্টর ডাঃ সুবীর খিয়াং।

চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায়   শুভেচ্ছা বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর  খিয়াং। প্রার্থনা সভায় অন্যান্যদের  বক্তব্য রাখেন বি বি সি এস কাউন্সিলর মাসংফ্রু, হাসপাতাল আমেরিকান চিকিৎসক জোনাথন এগল।

এদিকে শুভ বড়দিন উপলক্ষে চন্দ্রঘোনা কুষ্ঠ আশ্রম চার্চে সমবেত প্রার্থনা ও খ্রীস্ট সংগীত পরিবেশন করা হয়। 
সমবেত প্রার্থনায় দেশ ও জাতির সমৃদ্ধি কামনায়  বিশেষ প্রার্থনা করা হয়। এইসময় খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন