নানিয়ারচর উপজেলার ফুটবলার বিকেএসপিতে চাঞ্চ পাওয়া চৌসাউ রোয়াজার পাশে দাঁড়িয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। বুধবার (৫ এপ্রিল) রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে চৌসাউ রোয়াজার হাতে ৩০ হাজার টাকা চেক তুলে দেন রাঙ্গামাটি জেলা প্রশাসক। এ সময় ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চন্দ্রা চাকমা। রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলার চৌসাউ রোয়াজা চুয়া এক সময় ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড় ছিলো পরে সে বিকেএসপি তে চান্স পায় বর্তমানে ও বিকেএসপিতে ১ম বর্ষে পড়ছে আর ফুটবল খেলছে। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয় যেটাতে উঠে আসে আর্থিক দৈন্যতার কারণে তার লেখাপড়া আর খেলাধুলা বন্ধ হতে চলেছে। তার বাবা দিন মজুরি করে যা পায় তা দিয়ে সংসার চালানোর পাশাপাশি মেয়ের পড়ার খরচ চালানো একেবারেই অসম্ভব হয়ে পড়েছিলো। সেই ভিডিও টি ডিসি স্যারেরও চোখে পড়েছে।
পরে ঘাগড়া স্কুলের প্রধান শিক্ষিকা চন্দ্রা চাকমা রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ফোন দিলে চুয়াকে নিয়ে জেলা প্রশাসকের কাযালয়ে গেলে জেলা প্রশাসক চুয়ার কথা শুনেন তার পড়াশোনা আর খেলাধুলার যাতে ব্যাঘাত না ঘটে চুয়ার জন্য ত্রিশ হাজার টাকা দিয়েছেন।