নানিয়ারচরে আগুনে পুড়েছে স-মিল
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 14-01-2023
ফাইল ছবি : সংগৃহীত

রাঙামাটির নানিয়ারচরে আগুনে একটি ‘স’ মিল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর ৪টায় উপজেলার টিএন্ডটি বাজার এলাকায় স’ মিলে আগুন লাগার ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের  খবরের ভিত্তিতে নানিয়ারচর জোন সদর হতে একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করে এবং তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। 
স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে স’ মিলে হঠাৎ আগুন দেখে স্থানীয়রা ও সেনাবাহিনীর একটি টহল দল  ছুটে আসে আগুন নিভাতে এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। 
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন হালদার বলেন, ভোরে আগুন লাগার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত অনুযায়ী জানা গিয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়েছে। 
এ ঘটনায় কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি তবে সমিলের মালিক লালন বিকাশ চাকমা'র (৬৫), সাথে কথা বলে জানা যায় যে, এ ঘটনায় তার আনুমানিক ৮ থেকে১০ লাখ টাকার কয়ক্ষতি হয়েছে বলে জানান । 

শেয়ার করুন