রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি থাকে দেব, সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসে। ভোট দেওয়া সকল নাগরিকের সাংবিধানিক অধিকার এবং সন্মানের বিষয়। ভোটকে উৎসব মূখর করে তুলুন।
রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন নির্বাচন নিয়ে জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা, হেডম্যান, কারবারি এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যাক্তিদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।