আন্তর্জাতিক মাতভাষা দিবস ২১শ ফেব্রুয়ারি, ২০২৩ উপলক্ষ গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারী) রাঙামাটি নাটঘর একাডমীর উদ্যাগ শিশু-কিশারদর জন্য সাংস্কৃতিক প্রতিযাগিতা আয়াজন করা হয়। উক্ত প্রতিযাগিতা অনুষ্ঠান উদ্বোধক হিসব উপস্থিত ছিলন রাঙামাটি প্রস ক্লাবর সভাপতি সাখাওয়াৎ হাসন রুবল। প্রধান অতিথি হিসব উপস্থিত ছিলন চট্টগ্রাম থক আগত বিশিষ্ট চিত্রশিল্পী শওকত জাহান। বিশিষ্টজনর মধ্য আরা উপস্থিত ছিলন সংগঠক ইটুমনি তালুকদার, সমাজসবক শ্যাম প্রসাদ চাকমা, নাটঘর একাডমীর সাধারণ সম্পাদক তরুন চাকমা ও সাংস্কৃতিক সম্পাদক নবাশীষ চাকমা। অনুষ্ঠান সভাপতিত্ব করন নাটঘর একাডমীর পরিচালক প্রনব চাকমা। উক্ত সাংস্কৃতিক প্রতিযাগিতা অনুষ্ঠান আয়াজন সহযাগিতা কর অর্নি ট্যুরস এন্ড ট্রাভল ও রগা প্রকাশনী।
অনুষ্ঠান বক্তারা মাতভাষা দিবসর তাৎপর্য আলাচনা করন এবং স্বীয় মাতভাষা ও সংস্কৃতি চর্চার উপর গুরুত্বারাপ করন। তারা শিশু-কিশারদর প্রতিভা বিকাশর জন্য এধরণর আয়াজনক স্বাগত জানান এবং আগামীত চলমান রাখার আহবান জানান। অনুষ্ঠান চিত্রাংকন, সংগীত ও নত্য প্রতিযাগীতায় বিপুল সংখক শিশুকিশার অংশ নন।
পর ভাষাশহীদদর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনর মধ্য দিয় আয়াজনর সমাপ্তি করা হয়।