পুলিশের ব্যাপক ধরপাকড়ের মধ্যেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে বর্তমান সরকারের পদত্যাগের দাবি ও অবরোধ-হরতালের সমর্থনে রাঙামাটি শহরে ঝটিকা মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালের ছবি সম্বলিত একটি ফেস্টুন আগুন দিয়ে পুড়িয়ে দেয় ছাত্রদল নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের নেতৃত্বে বুধবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা শহরের কল্যাণপুরস্থ রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ঝটিকা মিছিলটি শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি বিসিক কার্যালয়ের সামনের সড়কে এসে মিছিলটি শেষ করে।
এসময় ছাত্রদল নেতাকর্মীরা সিইসির ছবি সম্বলিত ফেস্টুনে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।
এসময় জেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃ খোরশেদ আলম, মোঃ আব্দুল মজিদ নান্টু ও মোঃ আবু সুফিয়ান রেজা, রাঙামাটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক মোঃ আল আমিন, জেলা ছাত্রদলের অধিনস্থ বিভিন্ন ইউনিটের সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।