বজ্রপাতের আঘাতে বিদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে রাঙামাটি শহরের ভেদভেদীতে বসতঘর সম্পূর্ন পুড়ে গেছে। শনিবার দুপুরে এই ভেদভেদীস্থ জনৈক সালাম জমিদারের বসতঘরে এই দূর্ঘটনা ঘটে।
এই ঘটনার খবর পাওয়া মাত্রই দূর্ঘটনাস্থলে রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিল্লাল হোসেনের নেতৃত্বে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ঘরের সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। ঘরটির ভাড়াটিয়া আব্দুল খালেক এসময় ঘরের বাইরে অবস্থান করায় ঘরটি তালাবদ্ধ অবস্থায় ছিলো।
দুপুরের সময় বিকট শব্দের একটি বজ্রপাত হলে সেটির আঘাতে সালামের ভাড়াটিয়া খালেকের ঘরের মিটারে আগুন ধরে যায়। এসময় মুহুর্তের মধ্যেই পুরো ঘরে আগুন ছড়িয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তালাবদ্ধ পুরো ঘরটি আগুনে সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়।
এই দূর্ঘটনায় অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করলেও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে তিন লাখ টাকার মতো ক্ষতিসাধন হতে পারে।