রাঙামাটিতে হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 16-03-2023
ফাইল ছবি : সংগৃহীত

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে রাঙামাটিতে  হিফজুল কুরআন প্রতিযোগীতা শুরু হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায়, নিউ রাঙামাটি জামে মসজিদ পরিচালনা কমিটি দ্বিতীয়বারের মত এ প্রতিযোগিতার আয়োজন করছে।
মঙ্গলবার দুপুরে রাঙামাটি ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা মসজিদে এই প্রতিযোগীতার উদ্বোধন করেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর।
প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা ক্বারী ওসমান গনি চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, রাঙামাটি ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জসীম উদ্দিন নূরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগীতার বাছাই পর্বে রাঙামাটি শহরের ১১টি মাদ্রাসার ৭০ জন প্রতিযোগি অংশ নেন। ১ম থেকে ১০ পারা পর্যন্ত ক বিভাগ, ১০ থেকে ২০ পারা পর্যন্ত খ বিভাগ ও ২০ থেকে ৩০ পারা পর্যন্ত গ বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ৬ এপ্রিল প্রতিযোগিতার চুড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন