৫৪ বছর রাষ্ট্রকে দিয়ে গেলেও মেলেনি স্বীকৃতি চিত্রশিল্পী রতিকান্ত তঞ্চঙ্গ্যা'র
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 18-02-2023
ফাইল ছবি : সংগৃহীত

দীর্ঘ ৫৪ বছর পার্বত্য চট্টগ্রাম সহ জাতীয় পর্যায়ে  চারুকলা শিল্পে অবদান রাখার পরও রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে  সাংবাদিক সম্মেলন করেছেন রাঙামাটি প্রবীণ চিত্রশিল্পী রতিকান্ত তঞ্চঙ্গ্যা । 

বৃহস্পতিবার সকালে রাঙামাটি চারুকলা একাডেমিতে আয়োজিত  সাংবাদিক সম্মেলন তিনি  ৫৪বছর রাষ্ট্রের জন্য বিভিন্ন চিত্রশিল্পে অবদান রাখার পর ও রাষ্ট্রীয় ভাবে কোনো স্বীকৃতি পায়নি।  তাই তার  জীবদ্দশায়   জাতীয় পর্যায়ে  রাষ্ট্রীয় ভাবে যথাযথ স্বীকৃতি ও মর্যাদা প্রদানের দাবী জানিয়েছেন। 

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রী ইমু চাকমা,  দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহমেদ,  প্রবীন সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক চৌধুরী হারুনুর রশিদ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। 

শেয়ার করুন