রাজধানীর মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার ‘বিপিএল টি–২০ মিউজিক ফেস্ট’ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টে সংগীত পরিবেশন করবেন রাহাত ফতেহ আলী খান। বিপিএল মিউজিক ফেস্ট টুর্নামেন্টের অন্য দুই ভেন্যু চট্টগ্রাম এবং সিলেটেও হবে।
মিরপুর-১ থেকে মিরপুর ১০, ১১, ১২ ও ১৪ এলাকায় চলাচলকারী যানবাহন সনি সিনেমা হলের পাশ দিয়ে চিড়িয়াখানা সড়ক ব্যবহার করে রাইনখোলা ক্রসিং হয়ে প্রশিকা মোড় ব্যবহার করবে।
মিরপুর-১২ থেকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় চলাচলকারী যানবাহন অরিজিনাল-১০ হয়ে ডানে মোড় নিয়ে প্রশিকা মোড় সড়ক ব্যবহার করবে। আগারগাঁও হয়ে মিরপুর-১০ গোলচত্বর দিয়ে মিরপুর-১ ও মিরপুর-১২ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলোকে মিরপুর-১০ গোলচত্বর পরিহার করে আগারগাঁও থেকে বাঁয়ে মোড় নিয়ে শ্যামলী-শিশুমেলা-টেকনিক্যাল মোড়-সনি সিনেমা হল ক্রসিং হয়ে চিড়িয়াখানা সড়কের রাইনখোলা ক্রসিং ব্যবহারের অনুরোধ করা হয়েছে।