চোখের জলে ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন আগুয়েরো
সিএইচটি স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত : 17-12-2021
ফাইল ছবি : ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়ে ফেললেন সার্জিও আগুয়েরো। ছবি : রয়টার্স

গত কদিন ধরেই গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত তাই হলো, ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জনালেন সার্জিও আগুয়েরো। অশ্রুসিক্ত চোখে তিনি জানালেন, তাঁর পক্ষে আর ফুটবল খেলা সম্ভব নয়। সুস্থভাবে বেঁচে থাকতে বাধ্য হয়েই ফুটবলকে বিদায় বলে দিয়েছেন তিনি।

আজ বুধবার বার্সেলোনায় এক সংবাদ সম্মেলনে আগুয়েরো জানিয়ে দিয়েছেন, আর পেশাদার ফুটবল খেলা হচ্ছে না তাঁর।

স্পেনের দৈনিক মার্কার খবরে জানা গেছে, আর্জেন্টিনার বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা আগুয়েরো হৃদরোগে আক্রান্ত হয়ে ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। অ্যাথলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির পর বার্সেলোনায় যোগ দেওয়া এই ফুটবলার বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেন।

সম্প্রতি এল ক্লাসিকোতে বদলি হিসেবে নেমেই গোল করেন আগুয়েরো। এর পরই ধাক্কা খান। গত ৩০ অক্টোবর আলাভেসের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে তাঁর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এর পর মাঠ থেকে উঠে যান। পরে জানা যায়, তাঁর হৃদরোগের সমস্যা।

কাতালুনিয়া রেডিওর খবরে বলা হয়, বর্তমান অবস্থায় আগুয়েরোর খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়।




শেয়ার করুন