ঈশপের গল্পে সেই কৃষকের সোনার ডিম পাড়া রাজহাঁসকে তো মনে আছে? লোভে পড়ে প্রতিদিন সোনার ডিম পাড়া হাঁসটির পেট কেটে একবারে সব ডিম পেতে চেয়েছিল সেই কৃষক। পরিণতি সবারই জানা।
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোসের কাছেও নাহিদ রানা এক অর্থে সেই সোনার ডিম পাড়া রাজহাঁস। সরাসরি কথাটা না বললেও ভবিষ্যতের জন্য ‘দারুণ সম্পদ’ তো তেমন কিছুই বোঝায়। প্রশ্ন হলো, নাহিদকে নিয়ে কি লোভে পড়ছে বাংলাদেশ ক্রিকেট? উত্তর দেওয়ার সময় এখনো হয়তো আসেনি। তবে অ্যামব্রোস কিন্তু এখনই সতর্ক করে দিলেন।
রানার বয়স মাত্র ২২ বছর। তাঁর বোলিংয়ের গতিটাই সম্পদ। ১৫০–এর আশপাশে বোলিং করতে পারা পেসার যেকোনো দলের কাছেই দারুণ প্রত্যাশিত। কিন্তু সেই প্রত্যাশার প্রতিদানের পুরোটা পেতে এই তরুণ পেসারের যত্নও তো নিতে হবে। অতি ব্যবহারে আগেভাগেই সব নিঃশেষ করে নিলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হয় না। ক্রিকেট ইতিহাসেই অন্যতম সেরা পেসার হিসেবে স্বীকৃত অ্যামব্রোস ঠিক এই বিষয়টি নিয়েই কথা বলেছেন। বিপিএলে এবার তৃতীয়বারের মতো ধারাভাষ্য দিতে এসেছেন কিংবদন্তি।
ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস। এবার বিপিএলে ধারাভাষ্য দিচ্ছেন
ওয়েস্ট ইন্ডিজ সফরে গত ১০ ডিসেম্বর সর্বশেষ ম্যাচটা খেলে মাঝে বেশ কিছুদিন বিশ্রামের সুযোগ পেয়েছিলেন রানা। এরপর গত ৩০ ডিসেম্বর থেকে নামতে হয়েছে বিপিএলে। রংপুর রাইডার্সের হয়ে গত ৯ জানুয়ারির মধ্যে খেলেছেন ৬ ম্যাচ। অর্থাৎ ১১ দিনের মধ্যে খেলেছেন ৬ ম্যাচ। আজ খুলনা টাইগার্সের সঙ্গে (চলমান) ম্যাচটি ধরলে ১৪ দিনের মধ্যে ৭ ম্যাচ খেলছেন নাহিদ।
বিপিএল শেষ হবে আগামী ৭ ফেব্রুয়ারি। পরের মাসেই শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল), যেখানে আজ ড্রাফটে রানাকে দলেও টেনেছে পেশোয়ার জালমি। অর্থাৎ চলতি মাসসহ আগামী দুই–তিন মাসে প্রচুর ক্রিকেট রানার সামনে। তবে এই পেসার এখনই বেশি ম্যাচ খেলে ফেলছেন কি না, সেই প্রশ্ন স্বয়ং অ্যামব্রোসই তুলেছেন।
রানা পিএসএলে দল পাওয়ার পর সিলেটে আজ তাঁকে নিয়ে সংবাদমাধ্যমকে অ্যামব্রোস বলেন, ‘আমি কিছুটা চিন্তিত তার বেশি খেলা নিয়ে। তরুণ সে, এখনো উন্নতি করছে। তাকে এত দ্রুত অতিরিক্ত ম্যাচ খেলানো উচিত নয়। কারণ, তার শরীর এখনো উন্নতি করছে। আপনি চাইবেন না, ভালোভাবে শুরু করার আগেই সে ফুরিয়ে যাক। এর ফলে ভালোভাবে ম্যানেজ করতে হবে তাকে।’
বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য নাহিদকে দারুণ সম্পদ বলেই মনে করেন অ্যামব্রোস। নিজে যেহেতু কিংবদন্তি, তাই রানার প্রতি তাঁর কিছু পরামর্শ থাকবে, সেটাই স্বাভাবিক। দেখা হলে তাঁকে সেসব বলবেন বলেও জানালেন, ‘গ্রেট পেসার হতে হলে কিছু উপাদান থাকতে হবে। দুই মিনিটে এসব ব্যাখ্যা করা যাবে না। তার সঙ্গে দেখা হলে তাকে আমি বলব সবকিছু। ভবিষ্যতের জন্য দারুণ সম্পদ।’
এবার বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন নাহিদ
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৮ টেস্টে ৪০৫ উইকেট ও ১৭৬ ওয়ানডেতে ২২৫ উইকেট নেওয়া অ্যামব্রোস রানাকে টেনেছেন এবার বিপিএলে তরুণ প্রতিভাদের প্রসঙ্গে। গত বছর নভেম্বর–ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরেই তাঁকে দেখেছেন। তখনই কিংবদন্তির চোখে ও মনে ধরেছে রানাকে। অ্যামব্রোস মনে করেন, ভালো পরিচর্যা পেলে রানা অনেক দিন খেলতে পারবেন বাংলাদেশের হয়ে, ‘নাম বেশি নিতে চাই না। তরুণ এক পেসার আছে, রানা। ক্যারিবিয়ানে দেখেছি তাকে কয়েক সপ্তাহ আগে। ভালো গাইডলাইন, কোচিং পেলে সে অনেক দিন বাংলাদেশের ক্রিকেটকে সার্ভ করতে পারবে। তার দিকে তাকিয়ে আছি আমি।’
কেন এই তাকিয়ে থাকা—সেই ব্যাখ্যায় ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার সাবেক এই পেসার টেনেছেন রানার গতিকে। নিখুঁত লাইন–লেংথ ও বাউন্সে ব্যাটসম্যানদের সব সময় তটস্থ রাখলেও অ্যামব্রোসের নিজের এত গতি ছিল না, যতটা এখন রানার। গতির যে কোনো বিকল্প হয় না এবং সেটা যে রানার সম্পদ—তা–ও বুঝিয়ে দিলেন অ্যামব্রোস, ‘প্রথম কথা হচ্ছে, তার বলে গতি আছে। আমার অভিজ্ঞতা বলে, যাদের বলে গতি থাকে, তাদের সবাই অনেক সাবধানে খেলে।’
গত বছর মার্চে বাংলাদেশের হয়ে অভিষিক্ত রানা এ পর্যন্ত ৬ টেস্ট ও ৩টি ওয়ানডে খেলেছেন। অ্যামব্রোস বলেছেনও, তাঁর ক্যারিয়ার কেবল শুরু হলো, এখনো শিখছেন। আর এই শেখার পথে গতি দিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পাওয়া রানার বেশ বড় এক অর্জনও। দেশের বাইরে এই প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেন। প্রতিক্রিয়াটা শুনুন রানার মুখেই। দেশের এক টিভি চ্যানেলকে বলেছেন, ‘সর্বপ্রথম ওপরওয়ালার শুকরিয়া আদায় করতে চাই, আলহামদুলিল্লাহ। প্রথম কোনো বিদেশি লিগে দল পেয়েছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে।’
পরিবারের কারও সঙ্গে এখনো রানার কথা হয়নি। বিপিএলে দলের সতীর্থদের অভিনন্দনবার্তা পেয়েছেন। রানার কাছে জানতে চাওয়া হয়েছিল, পাকিস্তান মাতাতে চান কি না? ধীরস্থির মস্তিষ্কের পরিচয় দিয়ে উত্তরে রানা বলেন, ‘এত দূর ভাবছি না। বর্তমানে ভাবছি, বিপিএল সামনে, বিপিএল শেষ হলে অন্য কিছু নিয়ে ভাবব।’