টাঙ্গাইলে ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ ২৩ জুন (বৃহস্পতিবার) ভোর রাতে মাদক বিরোধী অভিযানে তাদের মির্জাপুর ক্যাডেট কলেজের পাশ থেকে আটক করা হয়।
আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শরফুদ্দীন।
গ্রেপ্তাররা হলেন, ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোঃ আরিফুজ্জামান পলাশ (৩৫) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ কামরুজ্জামান শান্ত (২৪)।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শরফুদ্দীন জানান, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণের) অফিসার ইনচার্জ দেলওয়ার হোসেনের নির্দেশনায় এস আই মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস (যার বাজার মূল্য আনুমানিক ২৫ লাখ) ও এক হাজার পিস ইয়াবাসহ (যার বাজার মূল্য আনুমানিক তিন লাখ) তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়।