বাগেরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযান: জরিমানা ৫০ হাজার
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 04-04-2022
ফাইল ছবি : সংগৃহীত

বাগেরহাটে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এই অভিযানে এক অসাধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ৪ এপ্রিল (সোমবার) দুপুরে শহরের নাগেরবাজার এলাকায় সিয়াম এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরীর নেতৃত্বে আজ দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে অসাধু ব্যবসায়ী মালিক মোকবুল হোসেন খোকনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এরপরে মজুদকৃত পণ্য সরকার নির্ধারিত মূল্যে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করা হয়।

শেয়ার করুন