প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগী করতে দক্ষিণ মূখী ঈদ যাত্রীদেরযাতায়াতের অন্যতম পছন্দের মাধ্যম নৌ-পথ। সদর ঘাট লঞ্চ টার্মিনালে কিছু লঞ্চ কোম্পানীর ঈদ উল-ফিতরের লঞ্চের আগাম টিকিট বিক্রি চলছে। কিন্তু টিকিট প্রত্যাশীদের টিকিট কাটাতে তেমন চাপ নেই।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবারই প্রথম লঞ্চের কেবিন ভাড়া নেওয়ার জন্য যাত্রীদের জাতীয় পরিচয়পত্র দেখাতে হচ্ছে, জাতীয় পরিচয় পত্র ছাড়া টিকিট বিক্রয় নিষিদ্ধ। বর্তমানে অনলাইন ভিত্তিক টিকিট চালু আছে এবং শিগগিরই অন্য লঞ্চ কোম্পানিগুলোও টিকিট বিক্রি শুরু করবে।