ঈদুল আজহা উপলক্ষে বাসের আগাম টিকিট আগামী ২৪ জুন থেকে বিক্রি শুরু হবে। আজ ২০ জুন (সোমবার) রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।
বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদযাপন হবে।
আবু রায়হান বলেন, ওই দিন সকাল থেকে গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীতে আগাম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের আগের যে কোন দিনের টিকিট কেনা যাবে।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ জানান, সভায় সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দামে টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত হয়েছে।