জয়পুরহাটে ১টি ওয়ান শুটারগানসহ আব্দুল্লাহ নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। আজ ২০ মে (শুক্রবার) ভোর রাতে জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর বাজার এলাকা থেকে ১টি ওয়ান শুটারগানসহ গ্রেফতার করা হয় তাকে। জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী আব্দুল্লাহ।
কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, আটককৃত অস্ত্র ব্যাবসায়ী আব্দুল্লাহ ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন। মাধাইনগর বাজারে অস্ত্র বেচা-কেনা হচ্ছে। এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগানসহ তাকে গ্রেফতার করা হয়।