জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় রাজধানীর ধামরাই পৌরসভার সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিনকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ ৫মে (রবিবার) ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
দুদকের প্রসিকিউটর রেজাউল করিম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সাবেক মেয়র নাজিম উদ্দিনকে চার বছরের বিনাশ্রম কারাদণ্ড সাথে ২৯ লাখ ১৮ হাজার ৮৪৪ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
অন্যদিকে সম্পদের তথ্য গোপনের দায়ে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত ।
২০১৭ সালের ৩০ আগস্ট দুদক দেওয়ান নাজিম উদ্দিনকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয়। ওই বছরের ২০ সেপ্টেম্বর তিনি বিবরণী দাখিল করেন। বিবরণী পর্যালোচনা করে ৫০ লাখ ৭৯ হাজার ৩শ টাকার সম্পদের তথ্য গোপন এবং এক কোটি ৮ লাখ ২১ হাজার ৩৯৯ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২৩ জানুয়ারি দুদকের সহকারি পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। ২০২০ সালের ২৩ আগস্ট মনিরুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন।