রাজনৈতিক প্রেক্ষাপট বদলালেও নারী ও শিশু নির্যাতনের চিত্র আগের মতোই
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 09-11-2024
ফাইল ছবি : সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পশ্চিমদী সড়ক থেকে গত ৯ আগস্ট তুলে নিয়ে ধর্ষণ করা হয় ২১ ও ২২ বছরের দুই তরুণীকে। তাঁদের একজন পোশাককর্মী, অন্যজন বিউটি পারলারকর্মী। একটি বাড়িতে আটকে রেখে ছয়জন তাঁদের দলবদ্ধ ধর্ষণ করেন। পারলারকর্মী রাতেই পালিয়ে আসতে সক্ষম হন। পরে স্থানীয় শিক্ষার্থীদের কাছে ঘটনা খুলে বললে পরদিন সকালে অপর তরুণীকে উদ্ধার করা হয়।

এদিকে ত্রাণের আশায় কয়েকজন নারীর সঙ্গে ঢাকায় এসে গত ৭ সেপ্টেম্বর দলবদ্ধ ধর্ষণের শিকার হন ৬৫ বছর বয়সী এক নারী। পরদিন লোকজন ৯৯৯–এ কল করলে শাহবাগ থানা-পুলিশ সোহরাওয়ার্দী উদ্যান থেকে অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। তবে রাজনৈতিক প্রেক্ষাপটের এমন পরিবর্তনেও দেশে নারী ও শিশু নির্যাতনের চিত্রে বদল হয়নি। এ–সংক্রান্ত মাসভিত্তিক মামলার তথ্য সে চিত্রই তুলে ধরছে।

ভুক্তভোগী তিনজন ঢাকা মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি ছিলেন। সবশেষ বয়স্ক নারীকে তাঁর ছেলে ওসিসি থেকে বাড়ি নিয়ে গেছেন। দুই তরুণী মামলার জন্য থানায় যোগাযোগ রাখছেন।

সারা দেশে অব্যাহতভাবে চলতে থাকা নারী ও শিশু নির্যাতনের ঘটনার এ মাত্র তিন উদাহরণ।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। তবে রাজনৈতিক প্রেক্ষাপটের এমন পরিবর্তনেও দেশে নারী ও শিশু নির্যাতনের চিত্রে বদল হয়নি। তা রয়ে গেছে আগের মতোই। এ–সংক্রান্ত মাসভিত্তিক মামলার তথ্য সে চিত্রই তুলে ধরছে।

শেয়ার করুন