রাতের অন্ধকারে কৃষি জমির মাটি কাটায় জরিমানা
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 06-04-2022
ফাইল ছবি : সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশের সাতবাড়িয়া এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকেভেটরটি জব্দ করা হয়।

গতকাল (৫ এপ্রিল) রাতে চন্দনাইশের সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরীর নেতৃত্বে সাতবাড়িয়া ইউনিয়নের হাছানদণ্ডী মৌজায় বড়পাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৫-এর ১ উপধারা অনুযায়ী, পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। চন্দনাইশ উপজেলায় কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করছেন; যার ফলে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। তাই অভিযান চালিয়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


কৃষি জমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম বলেন, অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন