‘আমলনামা’ টেকনাফের একরামুলের ঘটনা নিয়ে নয়: রাফী
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 16-03-2025
ফাইল ছবি : সংগৃহীত

‘আমলনামা’ চলচ্চিত্রের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানালেন চিত্রনির্মাতা রায়হান রাফী।

১৩ মার্চ মুক্তি পেয়েছে চরকি অরিজিনাল সিনেমাটি। ট্রেলার দেখে দর্শকদের কেউ কেউ সিনেমাটির সঙ্গে একরামুলের ঘটনার মিল খুঁজছেন। তবে তা নাকচ করেছেন নির্মাতা রায়হান রাফী।

আজ রোববার দুপুরে প্রথম আলোকে রায়হান রাফী বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি, ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নয়। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সিনেমা। দেশে যত বিচারবহির্ভূত হত্যকাণ্ড ঘটেছে, সব ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছি।’

তাঁর ভাষ্যে, ‘আমরা অনেকগুলো ঘটনার ছায়া অবলম্বনে একটি গল্প বলার চেষ্টা করেছি, বলেছি। নিশ্চিত করে বলছি এ গল্পে একক কোনো ব্যক্তি নেই।’

 

‘আমলনামা’ এর দৃশ্যে জাহিদ হাসান

‘আমলনামা’ এর দৃশ্যে জাহিদ হাসানচরকি

এর আগে সত্য ঘটনার ছায়া অবলম্বনে ‘জানোয়ার’, ‘ফ্রাইডে’, ‘টান’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’সহ আরও কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন রায়হান রাফী।

‘আমলনামা’ নিয়ে তিনি বলেন, ‘এটি নির্দিষ্ট কোনো পরিবারের গল্প নয়। সিনেমাটির সঙ্গে একরামুল হকের কোনো সম্পর্ক নেই। দেশের প্রতিটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সিনেমাটি করেছি। আমরা চাই, সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার হোক।’

 

রায়হান রাফী বলেন, ‘আমরা দেখতে পাই, যতগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, সব কটির গল্প প্রায় কাছাকাছি। বন্দুকযুদ্ধের নামে তাঁদের বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। সেই সব ঘটনাকে কেন্দ্র করেই আমাদের সিনেমা। আমরা ফিকশনালভাবে একটি গল্প উপস্থাপন করতে চেয়েছি, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’

‘আমলনামা’ চলচ্চিত্রে তমা মির্জা, জাহিদ হাসান, সারিকা সাবরিন, কামরুজ্জামান কামু, গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, এ কে আজাদ সেতু, ইনায়া আর্যাসহ আরও অনেকে অভিনয় করেছেন সিনেমায়। রায়হান রাফীর গল্পে ‘আমলনামা’র চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও এস এম নজরুল ইসলাম।


 

শেয়ার করুন