বলিপাড়ার আলোচিত ৫ বিয়ে, সাত পাকে বাঁধা পড়লেন কারা
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 26-12-2024
ফাইল ছবি : সংগৃহীত

রাকুলপ্রীত সিং-জ্যাকি ভাগনানি
তিন বছরের প্রেমের শুভ পরিণয়। গত ২১ ফেব্রুয়ারি গোয়ায় তারকাখচিত অনুষ্ঠানে বলিউড প্রযোজক তথা অভিনেতা জ্যাকি ভাগনানিকে বিয়ে করেন রাকুলপ্রীত সিং। তরুণ তাহিলিয়ানির ডিজাইন করা গোলাপি পোশাকে বিয়ের দিন সেজেছিলেন অভিনেত্রী। প্রযোজক-অভিনেত্রীর বিয়ে যখন, তখন ফিল্মি কেত তো থাকবেই। রাকুলপ্রীত-জ্যাকির ক্ষেত্রেও তার অন্যথা হলো না। বন্ধু-পরিবারকে সাক্ষী রেখে পড়ন্ত বিকেলের নরম রোদে এক হয় চার হাত।

 

সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল
ভারতে লোকসভা নির্বাচনে জয়ের পর শত্রুঘ্ন সিনহার বাড়িতে বাজে সানাই। গত ২ জুন জীবনের নতুন ইনিংস শুরু করেন সোনাক্ষী সিনহা। জাহির ইকবালের সঙ্গে বিয়ে সারেন তিনি। চেনা–পরিচিত ফ্যাশনের ছক ভেঙে দুধসাদা পোশাকে সেজে ওঠেন বলি তারকা। সোনাক্ষী-জাহিরের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শোনা গিয়েছিল, শত্রুঘ্ন নাকি এ বিষয়ে বিন্দুবিসর্গ কিছুই জানেন না! তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘এই প্রজন্মের সন্তান কারও অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে না। ওরা শুধু নিজেদের সিদ্ধান্ত জানায়।’ পরে জামাইকে ‘গুড বয়’ সার্টিফিকেট দিয়ে গুঞ্জনে জল ঢালেন শত্রুঘ্ন।

 

অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট
কলেজজীবন থেকে প্রেম। পরিণতি পেল চলতি বছর। একেবারে রাজকীয় বলতে যা বোঝায় আরকি! প্রাক্‌–বিবাহ অনুষ্ঠানের পর গত ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়েন দুজনে। আম্বানি–পুত্রের বিয়েতে বসেছিল চাঁদের হাট। আমন্ত্রিত ব্যক্তিদের তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন ছিলেন, তেমনি ছিলেন রিয়ানা, জাস্টিন বিবারের মতো তারকারা।

অদিতি রাও হায়দারি-সিদ্ধার্থ
চলতি বছরের মার্চেই হয়ে গিয়েছিল আংটিবদল। গত ১৬ সেপ্টেম্বর দক্ষিণি রীতি মেনে বিয়ে করেন অদিতি-সিদ্ধার্থ। দুজনেরই দ্বিতীয় বিয়ে এটি। ২০১২ সালে সত্যদীপ মিশ্রার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অদিতি। অন্যদিকে ২০০৩ সালে অভিনেত্রী মেঘনাকে বিয়ে করেন সিদ্ধার্থ। কিন্তু সে সম্পর্ক বেশি দিন টেকেনি। ২০০৯ সালে ভেঙে যায় সেই বিয়ে। তার পর থেকেই অদিতি রাও হায়দারির সঙ্গে প্রেমের শুরু সিদ্ধার্থর। এমনকি গুঞ্জনকে পাত্তা না দিয়ে একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেন সিদ্ধার্থ। তবে অদিতির সঙ্গে প্রেম নিয়ে কখনো মুখ খোলেননি তিনি।

নাগা চৈতন্য-সবিতা ধুলিপালা
দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ভালোবেসেই বিয়ে করেছিলেন দক্ষিণি তারকা নাগা চৈতন্য। তবে সে সম্পর্ক বেশি দিন টেকেনি। সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীন অভিনেত্রী সবিতা ধুলিপালার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়ান নাগা। ২০২২ সালে সবিতার সঙ্গে সাক্ষাৎ হয়।

সেই সময় হায়দরাবাদে ‘মাঙ্কিম্যান’ সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। নাগা চৈতন্যর সঙ্গে জন্মদিন উদ্‌যাপন করতেও দেখা যায় তাঁকে। সেই পার্টিতেই নাকি একে অপরকে মন দিয়ে বসেছিলেন নাগা চৈতন্য ও সবিতা ধুলাপিয়া। তেলেগু রীতিনীতি মেনে ৪ ডিসেম্বর বিয়ে সারেন। দুজনের পোশাকে ছিল দক্ষিণি ঐতিহ্যের ছোঁয়াও।


 


 

শেয়ার করুন