আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল তেলের দাম
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 28-12-2023
ফাইল ছবি : সংগৃহীত

লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বাড়ল।

 

বৃহস্পতিবার প্রতি ব্যারেল ব্রেন্ড ক্রুড তেলের দাম বেড়েছে ২০ সেন্ট। এই তেল এখন বিক্রি হচ্ছে ৭৯ দশমিক ৮৫ ডলারে। সে হিসেবে দাম বেড়েছে ০.৩ শতাংশ। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেলের দাম বেড়েছে ২৪ সেন্ট। বর্তমানে এই তেল বিক্রি হচ্ছে ৭৪ দশমিক ৩৫ ডলারে। এই তেলের দামও বেড়েছে ০.৩ শতাংশ।
 

 

এদিকে, বড় শিপিং কোম্পানিগুলো লোহিত সাগরে ফেরার কথা জানালে আগের দিন বুধবার তেলের দাম প্রায় ২ শতাংশ কমেছিল।

 

 

উল্লেখ্য, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে থেকে এশিয়ার দেশগুলোতে বাণিজ্যিক জাহাজগুলোর চলাচলের অন্যতম ব্যস্ত রুট লোহিত সাগর। সম্প্রতি গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে এই রুটে চলাচলরত জাহাজগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বাণিজ্যিক জাহাজগুলোতে। 

শেয়ার করুন