নারীর ক্ষমতায়ন নিয়ে জুরাছড়িতে প্রোগ্রেসিভ এর কার্যক্রম সন্তোষজনক
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 28-03-2023
ফাইল ছবি : সংগৃহীত

নারীদের ক্ষমতায়ন নিয়ে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ। নারীরা যাহাতে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে নিজের পাঁয়ে দাঁড়াতে পারে সেলক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রোগ্রেসিভ।

তারই ধারাবাহিকতায় প্রোগ্রেসিভ নারীর ক্ষমতায়ন উন্নয়নের লক্ষে বিভিন্ন সময়ে   আর্থিক সহযোগিতার মাধ্যেমে তারা আজ নিজেরা দিন দিন  স্বাবলম্বী হচ্ছেন।

আজ ২৭ মার্চ ২০২৩ রোজ সোমবার জুরাছড়ি উপজেলায় কিশোর কিশোরী পরিবারদের মাঝে ২০ কেজি হারে বনযোগীছড়া এবং ১ নং জুরাছড়ি ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়। FIMI / LFS প্রোগ্রামের সহযোগিতায় বাস্তবতায়ন করেন প্রোগ্রেসিভ। চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা, প্রোগ্রেসিভ কর্মকর্তা সুর চাকমা।


ইমন চাকমা বলেন, প্রোগ্রেসিভ কর্মকান্ড নিয়ে আমি সন্তোষজনক। কারণ দির্ঘদিন ধরে প্রোগ্রেসিভ প্রশংসনীয় ভাবে কাজ করে যাচ্ছে, সময়ের যুগোপযোগী প্রেক্ষাপথে বিবেচনা করে কাজ করে প্রোগ্রেসিভ বর্তমানে যেহেতু চালের দাম ঊর্ধ্বগতি তাই এসব ২০ কেজি চাল এসব পরিবারের মাঝে অনেক উপকৃত হবে বলে তিনি বলেন।

শেয়ার করুন