তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন-রাশিয়ার শান্তি আলোচনার মধ্যেই ৪৩ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে ইউরোপের চারটি দেশ।
মঙ্গলবার বিকেলে একসাথে রাশিয়ার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা দেয় বেলজিয়ামসহ চারটি দেশ।
রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করা ওই চারটি দেশ হচ্ছে- নেদারল্যান্ডস, বেলজিয়াম, আয়ারল্যান্ড ও চেক রিপাবলিক।
গতকাল (মঙ্গলবার) বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইল্মস বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থেই এসব রুশ কূটনীতিককে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেলজিয়ামে নিযুক্ত রুশ কূটনীতিকের সংখ্যা ২১ জন। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদেরকে বেলজিয়াম ছাড়তে হবে। এছাড়াও নেদারল্যান্ডস ১৭ জন, আয়ারল্যান্ড ৪ জন এবং চেক রিপাবলিক ১ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে।
রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। তবে তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে শান্তি আলোচনার পর পরই ইউক্রেনের কিছু অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করেছে রাশিয়া।