এক রেটে আসছে মোবাইল ইন্টারনেট
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 17-12-2021
ফাইল ছবি : সংগৃহীত
দ্রুতই দেশের সব মোবাইল অপারেটরদের ইন্টারনেটের দাম এক রেট করতে যাচ্ছে সরকার। এ নিয়ে ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় কাজও শুরু করেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ।

শনিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী এ কথা বলেন।

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, বর্তমানে মোবাইল ইন্টারনেটের কোনো রেট ফিক্সড করা নেই। সে জন্য এই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের প্রচুর অভিযোগ আছে। বিষয়টি নিয়ে আমরা খুব সিরিয়াস। এসব অভিযোগের বিষয়ে কাজ চলছে এবং আশা করি খুব দ্রুতই এ ক্ষেত্রে একটি দর নির্ধারণ করে দিতে পারব।

শেয়ার করুন