জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 08-07-2022
ফাইল ছবি : সংগৃহীত

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়ে অসুস্থ হয়েছেন। আজ ৮ জুলাই (শুক্রবার) জাপানি সংবাদমাধ্যম এনএইচকে’র বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। খবরে বলা হয়েছে, সাবেক জাপানি প্রধানমন্ত্রী আবে পশ্চিম জাপানের নারা শহরে বক্তব্য দেওয়ার সময় পড়ে যান। প্রাথমিক খবর বলছে, তিনি সম্ভবত আহত।

এনএইচকে’র এক সাংবাদিক ঘটনাস্থলে বন্দুকের গুলি ছোড়ার মত শব্দ শুনেছেন এবং আবেকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সাড়ে ১১টার দিকে নারায় এক রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শিনজো আবের বুকে সম্ভবত গুলি করা হয়েছে। বক্তব্যকালে তিনি হঠাৎ অজ্ঞান হয়ে যান এবং কারও ডাকে সাড়া দিচ্ছিলেন না। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

আগামী রবিবার জামাপানের উচ্চকক্ষ নির্বাচন। লিবারেল ডেমোক্রেট পার্টির অন্যান্য সদস্যদের সাথে তিনিও প্রচারণা চালাচ্ছিলেন। অবশ্য আবে প্রার্থী নয়।

২০০৬-২০০৭ সালে এবং ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন শিনজো আবে। ২০২০ সালের ২৮শে আগস্ট শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ ঘোষণা করেছিলেন।

শেয়ার করুন