নেপালে বিমান দুর্ঘটনায় ৭২ আরোহীর কেউ জীবিত নেই। সোমবার (১৬ জানুয়ারি) নিখোঁজ চার আরোহীর মরদেহ উদ্ধারের পর এ ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর ইউরো নিউজের।
রোববার (১৫ জানুয়ারি) নেপালের পোখারায় ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান ৭২ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এরই মধ্যে। বর্তমানে স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে মরদেহগুলো, সেখানেই চলছে শনাক্তের কাজ। আজ রোববার নিহতদের নাম-পরিচয় জানানো হবে।
গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনা দেখলো নেপাল। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতেই রোববার দেশটিতে পালিত হচ্ছে জাতীয় শোক। দেশটির প্রধানমন্ত্রীর নির্দেশে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী প্যানেল। আগামী ৪৫ দিনের মধ্যে তারা প্রকাশ করবে রিপোর্ট। ফ্রান্সের বিমান দুর্ঘটনা বিষয়ক এজেন্সি (বিইএ) তদন্তে সহযোগিতা করবে।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার ঠিক আগ-মুহূর্তে নিয়ন্ত্রণ হারায় বিমানটি। ব্ল্যাকবক্স উদ্ধারের পরই পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে। রোববার সকালে রাজধানী কাঠমান্ডু থেকে পর্যটন নগরী পোখারা যাচ্ছিলো বিমানটি। রানওয়ের খুব কাছেই সেটি বিধ্বস্ত হয়। তাতে ছিলেন ৬৮ যাত্রী এবং চারজন ক্রু।