ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১৭ বাংলাদেশি উদ্ধার
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 14-03-2023
ফাইল ছবি : সংগৃহীত

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় ১৭ বাংলাদেশিকে উদ্ধার করেছে ইতালিয়ান কর্তৃপক্ষ। গতকাল সোমবার তাদের উদ্ধার করে উপকূলে নেওয়া হয়।

 

ইতালিতে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের সঙ্গে দেশটির ভূমিকা ইতোমধ্যে সমালোচনার মুখে পড়েছে। এরই মধ্যে এই ঘটনা ঘটল। খবর রয়টার্সের।

 

ইতালিয়ান সংবাদমাধ্যম এএনএসএ এক প্রতিবেদনে জানায়, উদ্ধার করা ব্যক্তিদের দেশটির সিসিলির পোজ্জ্যালো শহরে নেওয়া হয়েছে। তারা সবাই বাংলাদেশি।

 

এদিকে ইতালির কোস্টগার্ড বলেছে, এই নৌকাডুবির ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গত রোববার অভিবাসীবাহী এই নৌকাটি লিবিয়া থেকে রওয়ানা দিয়ে খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়।

শেয়ার করুন